
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ ও মেরিন সায়েন্সের প্রথম বর্ষের ভর্তি তারিখ পরিবর্তন করে ২৬ ডিসেম্বর নতুন তারিখ ঘোষনা করা হয়েছে।
বৃহস্পতিবার ভর্তি কমিটির সচিব ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে চারুকলা বিভাগের ব্যবহারিক ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে
অনিবার্য কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে বলে মঙ্গলবার বিকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পূর্বে ঘোষিত পরীক্ষা কেন্দ্রসমূহ এবং সময় অপরিবর্তিত থাকবে বলেও এতে জানানো হয়।
চবি চারুকলা ইনস্টিটিউটের পরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার পরিবর্তিত সময়সূচী পরে জানানো হবে।
সাকি/