সূচকের ঊর্ধ্বমুখী ধারায় চলছে লেনদেন

ঊর্ধ্বমুখী সূচক

dse1সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন চলছে। বেলা সাড়ে ১১ টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৮৭ পয়েন্টে। সিএসই সার্বিক সূচক বেড়েছে ৫৭ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৮৩ পয়েন্টে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ৫৫ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।মোট লেনদেন হয়েছে ২৪০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৩ টির কমেছে ৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির।

এ সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৩৪৮ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ১৫৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৮ টির কমেছে ৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫ টির।

এমআরবি/