রাতে পল্টন মোড়ে দুটি ককটেল বিষ্ফোরণ

  • Emad Buppy
  • December 18, 2013
  • Comments Off on রাতে পল্টন মোড়ে দুটি ককটেল বিষ্ফোরণ

Koktel---jpgবুধবার রাত পৌণে ৮টার দিকে রাজধানীর পল্টন মোড়ে ২টি ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে অবরোধকারীরা। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথযাত্রীরা দিগ্বিদিক ছুটোছুটি শুরু করে। ঘটনার সময় দায়ত্বরত পুলিশ টিয়ার শেল এবং ফাঁকা গুলি ছুড়লে অবরোধকারীরা পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি।

পরে নিরাপত্তার সার্থে পুলিশ পল্টন মোড়ের প্রেসক্লাবের দিকের রাস্তাটি বন্ধ করে দেয়।

পুলিশ জানিয়েছে, কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে ঘটনার সাথে জামায়াত-শিবির বা বিএনপির কোনো কর্মী সমর্থক জড়িত থাকতে পারে।

এআর