বিজিবির টহলে ফেন্সিডিলসহ আটক ১

Rangpur BGB Atok

Rangpur BGB Atokদিনাজপুরের বিরামপুর উপজেলার কেটরা দেউল নামক এলাকা থেকে ১৮বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির একটি টহল দল ।

সূত্র জানায়, বুধবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাবিলদার বুদ্ধি মন্ত মজুমদারের নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী টহল দলটি কেটরা দেউল নামক নামকস্থানে অভিযান চালায়। এ সময় সীমান্তে শুন্য লাইনের দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসা মোজাহার আলী (২০) নামে এক যুবককে ধাওয়া করে আটক করে। তার কাছ থেকে বডি ফিটিং অবস্থায় ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে টহল দলটি। আটক মোজাহার ফুলবাড়ি থানার মাদিলাহাট সৈয়দপুর উত্তরপাড়া গ্রামের আলিম উদ্দিনের পুত্র।

সূত্র আরও জানায়, আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭ হাজার দু’শ টাকা মাত্র।  গ্রেপ্তারকৃত আসামি মোজাহারকে ফেন্সিডিলসহ বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিরামপুর থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।