পুড়ে গেছে মানিকছড়ি থানা

Khagrachari
Khagrachari-300x226পার্বত্য খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালের ওই ঘটনায় ওই থানার প্রশাসনিক ভবন, ব্যারাক, ওয়্যারলেস অপারেটর কক্ষ, হাজতখানা ও মামলার নথিসহ বিভিন্ন জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবতী।
তিনি জানান, দমকল বাহিনীর সদস্যরা দুই ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনলেও থানার কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। সকাল পৌনে ৭টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান তিনি।
তিনি জানান, পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অবরোধের দায়িত্ব পালন করায় কেউ থানায় ছিলেন না।