দিনাজপুরে সকাল সন্ধ্যা হরতাল পালিত

দিনাজপুর হরতাল

দিনাজপুর হরতালদিনাজপুরে শান্তিপূর্ণভাবে পালিত হলো ছাত্রশিবিরের ডাকা সকাল সন্ধ্যা হরতাল। দিনাজপুরে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের  সদস্য ও দিনাজপুর শহর শাখার সভাপতি মো. মতিউর রহমানকে  গ্রেপ্তার, নির্যাতনের  প্রতিবাদে এ হরতাল ডাকে সংগঠনটি।

সকালে সদর উপজেলা পরিষদ এলাকায় শিবির কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে । পুলিশ ঘটনাস্থলে আসলে শিবির কর্মীরা পালিয়ে যায় ।

শিবিরের চোরাগোপ্তা হামলার ভয়ে শহরের দোকান পাট বন্ধ ছিল। হালকা যানবাহন চললেও ভারী কোন যান চলাচল করতে দেখা যায়নি ।

গত  মঙ্গলবার  দিনাজপুর শহর সেক্রেটারী আব্দুল কাইয়্যুম, দিনাজপুর জেলা উত্তর সভাপতি জাকিরুল ইসলাম, দিনাজপুর জেলা দক্ষিণ সভাপতি এনামুল হক, দিনাজপুর জেলা উত্তর সেক্রেটারী ময়নুল ইসলাম, দিনাজপুর জেলা দক্ষিন সেক্রেটারী আব্দুল হালিম এক যৌথ বার্তায় এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

উল্লেখ্য, দিনাজপুর জেলা শিবির সভাপতি মতিউর রহমানকে শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে  শহরের নিউটাউন এলাকার এক বাড়ী থেকে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।