চট্টগ্রামে দিনে ঢিলেঢালা অবরোধ, রাতে নাশকতা

  • Emad Buppy
  • December 18, 2013
  • Comments Off on চট্টগ্রামে দিনে ঢিলেঢালা অবরোধ, রাতে নাশকতা
Chittagong

Chittagongচট্টগ্রাম নগরী ও মহাসড়কে দিনের বেলা হরতাল-অবরোধ কর্মসূচি ঢিলে ঢালা ভাব থাকলেও রাতে নাশকতা চালাচ্ছে অবরোধকারীরা। মঙ্গলবার রাতে সীতাকুন্ড মহাসড়কে ৮টি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দিয়েছে অবরোধকারীরা।

এ সময় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ যাত্রীদের। স্বাভাবিক সময়ের তুলনায় বুধবার সকাল থেকে  নগরী ও মহাসড়কে যানচলাচল কম হলেও বড় ধরনের কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।

১৮ দলীয় জোটের ডাকা চতুর্থ দফা অবরোধে গেল মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত  ঢিলেঢালাভাবে চলছে ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচি। সকাল থেকে নগরীর এ কে খান, কাজির দেউড়ি ও পাঁচলাইশ থানার এলাকায়  অবরোধের সমর্থনে ১৮ দলীয় নেতাদের ঝটিকা মিছিল বের করে। পাচঁলাইশ থানা এলাকায় পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারার খবর পাওয়া গেছে। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায়।
এদিকে মঙ্গলবার দিনে ঢিলেঢালা অবরোধ শেষে রাত পৌনে ১২ টার দিকে   ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড এলাকায় ৭ টি কাভার্ড ভ্যান এবং বুধবার সাত তিনটার দিকে একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। রাতের অন্ধকারের হামলাকারীদের চিনতে না পারায় এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
নগরীর বিএনপি’র কার্যলয়ের সামনে থেকে নেতাকর্মীরা মিছিল বের করে সমাবেশ করে। দুপুর ১ টা পর্যন্ত   নগরীর কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠা-নামা করলেও যানচলাচল না করায় দূর পাল্লার কোনো ট্রাক ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ কিছু বেসরকারি ডিপুগুলোতে কিছু কন্টেইনার খালাশ হচ্ছে বলে জানা গেছে। এদিকে বিমান  ও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানা গেছে।
চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার মুনজুর মোর্শেদ বলেন, চট্টগ্রাম মহানগরীর কোথাও নাশকতার খরব পাওয়া যায়নি। তবে সীতাকুন্ডে কিছু নাশকতার খবর পেয়েছি । সেখানে সার্বক্ষণিক পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাব মোতায়েন আছে। নগরীতে অতিরিক্ত দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে । প্রয়োজন হলে আরও ফোর্স মোতায়েন করা হবে বলে জানিয়েছেন তিনি।

এআর