
১৮ দলের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে কুষ্টিয়ায় চার পিকেটারকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘড়িয়া এলাকার সিদ্দিক মোল্লার ছেলে বিল্লাল (১৯), একই এলাকার ইদ্রিস মোল্লার ছেলে শান্ত (১৮), পান্না মোল্লার ছেলে শাকিল (২০) ও হরিপুরের ইকবাল হোসেনের ছেলে রবিউল (১৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার সকাল আটটার দিকে কুষ্টিয়া রাজবাড়ী সড়কের লাহিনী বটতৈল এলাকায় একটি ট্রাকে পাথর ছুড়ে পিকেটিংকালে বিল্লাল, শান্ত,শাকিল ও রবিউলকে পুলিশ আটক করে। তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এ কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল।