কামাল মজুমদারের জরিমানা !

kamal majumder

kamal majumderদেয়াল ও বিলবোর্ডে পোস্টার লাগানোর অপরাধে কামাল আহমেদ মজুমদারকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে। বুধবার বিকেলে মিরপুর-১০ নম্বর চত্বরে তাকে এই জরিমানা করে নির্বাচনী দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিয়া জায়গিরদার।

এ সময় তাসনিয়া জানান, বিলবোর্ডে পোস্টার লাগিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী কামাল আহমেদ মজুমদার নির্বাচনী আচরণ বিধি লংঘন করেছেন। যার ফলে তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংশোধিত নির্বাচনী আচরণ বিধিতে বলা হয়েছে- নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ফলাফলের গেজেট প্রকাশ সময় পর্যন্ত কোনো প্রার্থী তোরণ নির্মাণ ও দেয়াল লিখন লিখতে পারবে না।