
হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তির দাবিতে আগামিকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা জাতীয় শ্রমিক পার্টি।
বুধবার বিকেলে কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরাম অফিসে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ হরতালের ডাক দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোঃ নুরুল ইসলাম চাঁদ। এ সময় জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক সোলায়মান আলীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে হুসেইন মুহাম্মদ এরশাদকে অসুস্থতার অজুহাতে ঢাকা সিএমএইচ এ আটক রাখা ও দেশের বাইরে পাঠানোর ষড়যন্ত্র চলছে বলে দাবি করা হয়।
এআর