
পুলিশের বাধায় রাজশাহীতে বিক্ষোভ কর্মসূচি পন্ড হয়ে গেছে জাতীয় পার্টির (জাপা)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকালে মহানগর দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। এসময় পুলিশ এসে বাধা দিলে কর্মসূচি বাতিল হয়ে যায়।
পরে মহানগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর জাপার আহ্বায়ক অ্যাডভোকেট আমজাদ হোসেন বলেন, সরকার জাতীয় পার্টি ও দলের চেয়ারম্যান এইচএম এরশাদকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা বন্ধ করতে হবে। অবিলম্বে ষড়যন্ত্র বন্ধ না করলে কঠোর কর্মসূচি দিয়ে গোটা উত্তরাঞ্চল অচল করে দেয়া হবে। এ সময় অবিলম্বে এরশাদের মুক্তির দাবি করেন তিনি।
সাকি/