আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশী প্রফেসরদের কৃতিত্ব

teacherইস্টার্ন ইউনিভার্সিটির দুই শিক্ষক মালয়েশিয়া একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের সম্মান বয়ে এনেছে। গত ৬, ৭, এবং ৮ ডিসেম্বর ইউনির্ভাসিটি মালয়েশিয়া পার্লিস এর আয়োজিত অনুষ্ঠানে তারা দেশের সম্মান বয়ে আনে।

সারা বিশ্ব যখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির নিয়ে শঙ্কিত, ঠিক সেই সময়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য এক বিরল সম্মান বয়ে আনলেন বাংলাদেশী দুই প্রফেসর।

উল্লেখ্য গত ৬, ৭, ৮ ডিসেম্বর ২০১৩ তারিখে মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয় ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিস-এর আয়োজনে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে ইস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ডিন প্রফেসর ড. নুরুল ইসলাম ও ব্যবসায় প্রশাসনের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম প্রবন্ধ উপস্থাপন করেন। প্রফেসর ড. নুরুল ইসলামের “চ্যালেঞ্জেস এন্ড অপরচিউনিটিস অব ইউনিভার্সিটি লিডারশীপ ইন ডেভেলপিং কান্ট্রিস পারস্পেকটিভ প্রাইভেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’’ কন্ফারেন্সে সেরা পেপার বলে বিবেচিত হয়। ইস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসনের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম এই কন্ফারেন্সের একটি সেশনে সভাপতিত্ব করে সম্মানিত হন।

(বিজ্ঞপ্তি)

সাকি/