দিনাজপুরে ট্রেন আটকে দিয়েছে অবরোধকারীরা

Dinajpur Foto BNP৭২ ঘন্টা অবরোধের প্রথম দিনেই ট্রেন আটকে দিয়েছে দিনাজপুরের অবরোধকারীরা। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও অবরোধের কারনে দিনাজপুরে কোন ট্রেন চলাচল করতে পারেনি। মঙ্গলবার দিনাজপুর ফুলবাড়ী বাসষ্ট্যান্ড রেল ক্রসিং-এ একটি লোকাল ট্রেন আটকিয়ে দেয় ১৮ দলের নেতা-কর্মীরা। ফলে দিনাজপুর রেল স্টেশন থেকে ঢাকাসহ উত্তরবঙ্গের কোথাও ট্রেন চলাচল করতে পারেনি। অন্যদিকে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে গতকালও দিনাজপুর-গোবিন্দগঞ্জ, দিনাজপুর-সৈয়দপুর ও দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে প্রায় সহস্রাধিক গাছ কেটে সড়কে অবরোধ সৃষ্টি করে শিবির। ফলে গত কয়েকদিন থেকেই সারা দেশ থেকে দিনাজপুর কার্যত বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এদিকে গাছ কাটার কারণে দিনাজপুর বন বিভাগ বিভিন্ন থানায় ৬টি মামলা করেছে।

সাকি/