জাতীয় পার্টির চেয়াম্যান এইচ এম এরশাদ এর মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দিনাজপুরে জাতীয় পার্টি বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ইনিষ্টিটিউটের মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, জেলা মহিলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদিকা রোকেয়া বেগম লাইজু, যুব সংহতির সাধারণ সম্পাদক নাসিম খান পিরসহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তরা বলেন, জাতীয় পার্টি এই সাজানো নির্বাচনে অংশ গ্রহণ করবেনা। তাই একতরফা নির্বাচন বাস্তবায়নের জন্য বর্তমান সরকার অতি কৌশলে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদকে আটক করে রেখেছে। তাকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সাকি/