উভয় স্টকে লেনদেন বাড়লেও কমেছে সূচক

DSE_CSE

ডিএসই সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন বাড়লেও কমেছে সূচক। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৯৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা রোববারের তুলনায় ৯৫ কোটি ৭৭ লাখ টাকা বেশি। তবে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমেছে।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক ৪ হাজার ২৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএস৩০ সূচক ৭ পয়ন্টে কমে অবস্থান করছে ১ হাজার ৪৭৮ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে মোট ২৮৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫০ টির কমেছে ১১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ২৯৯ পয়েন্টে।সিএসইতে লেনদেন হয়েছে ২২৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৪ টির কমেছে ১০৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩ টির।

এমআরবি/