সাপাহারে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

nagongসোমবার সকালে নওগাঁর সাপাহারে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর দুই আরোহী মারাত্মক আহত হয়েছেন।

সাপাহার থানার ওসি নুর ইসলাম জানান, সকাল ৯ টায় উপজেলার হাপানিয়া কৃষ্ণসদা গ্রামের ইলিয়াস আলীর ছেলে আব্দুল কাউম, আব্দুল হামিদের ছেলে মাহমুদুল হাসান ও গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে আব্দুল আহাদ আলী একটি মোটরসাইকেল যোগে সাপাহার গোডাউনপাড়া যাবার পথে উপজেলা সদরের উল্লাস সিনামা হলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মহন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস (বগুড়া-৬৬৭৭) মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলের তিন আরোহী রক্তাক্ত হয়। স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা সময় বেলা ১১টায় মহাদেবপুর শহরে আহাদ আলীর মৃত্যু হয়। আহত অপর দুইজনের অবস্থা আশংকাজনক। এ বিষয়ে আহত মাহমুদুলের পিতা আব্দুল হামিদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মটরসাইকেল ও বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সাকি/