
দেশে নাশকতাকারীদের ধরিয়ে দিতে পুরস্কারের ঘোষণা দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। আজ সকালে রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ পুরস্কারের ঘোষণা দিয়েছেন।
এ সময় টুকু বলেন, খালেদা জিয়ার উস্কানিতে বিরোধী দলীয় জোটের নেতাকর্মীরা দেশের বিভিন্নস্থানে তান্ডবলীলা চালাচ্ছে। মূলত যুদ্ধাপরাধীদের বিচারের রায় যাতে কার্যকর না হয় এজন্য তারা উঠে পরে লেগেছে।
তিনি বলেন, জামায়াতকে কিছুতেই ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে সারাদেশে বিশেষ অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশের মহা-পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজির আহমেদ এবং উর্ধ্বতন কর্মকর্তা।
এমআইকে/ এএস