চন্দ্র অভিযানে তৃতীয় সৌভাগ্যবান দেশ এখন চীন

  • Emad Buppy
  • December 16, 2013
  • Comments Off on চন্দ্র অভিযানে তৃতীয় সৌভাগ্যবান দেশ এখন চীন
China's Jade Rabbit rover

China's Jade Rabbit roverচাঁদের বুকে পা রাখল চীনের লুনার রোভার চ্যাং-৩, প্রথম মহাকাশ অভিযানে অংশগ্রহণের ঠিক একদশক পর চিনের মুকুটে জুটলো এই সাফল্য। রাশিয়ার মহাকাশ অভিযানের ৩৭ বছর পর এমন কৃতিত্ব অর্জনে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত চীনের সাধারণ মানুষ। অনাবিল আনন্দে ভাসছেন বেইজিংয়ের স্পেস কন্ট্রোল সেন্টারের কর্মী এবং মহাকাশ বিজ্ঞানীরা।

তৃতীয় ভাগ্যবান দেশ হিসেবে এই প্রথম চাঁদের মাটিতে পা রাখলো চীন। এর আগে চাঁদে প্রথম রোভার পাঠায় আমেরিকা। এরপর রোভার পাঠায় তত্কালীন সোভিয়েত রাশিয়া।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী, শনিবার চন্দ্রপৃষ্ঠের রামধনু উপসাগর এলাকায় (সাইনাস ইরিডাম) এসে নামে চীনা রোভার চ্যাং-৩ ।  ৪০০ কিলোমিটার বিস্তৃত চাঁদের এই সমপ্রায় ভূমি থেকেই শুরু হবে চ্যাং-৩ এর অনুসন্ধান। আগামি তিন মাস চাঁদে থেকে এই রোভার চাঁদের পৃষ্ঠদেশ নিয়ে নানা গবেষণা চালাবে। সঙ্গে চাঁদের মাটিতে লুকিয়ে থাকা বিভিন্ন খনিজ সম্পদেরও খোঁজ করবে চ্যাং-৩।