
দিনাজপুরের হিলি সীমান্তে আজ রোববার রাতে বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন অধিনস্ত হিলি বাসুদেবপুর বিওপি’র সদস্যরা এক অভিযান চালিয়ে ৩ লাখ পিস গরু মোটাতাজাকরণ প্যারাকটিন ট্যাবলেট উদ্ধার করেছেন।
বাসুদেবপুর বিওপি কোম্পানি কমান্ডার সহিদুল ইসলাম জানান, নায়েক হান্নান হোসেনের নেতৃত্বে একদল জওয়ান উপজেলাধীন বৈগ্রাম গ্রামের পাশের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ভারতীয় ট্যাবলেটগুলো উদ্ধার করেন। এ সময় চোরাকারবারীরা বিজিবি সদস্যর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ ট্যাবলেটগুলো হিলি কাস্টমস্ শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
এআর