মঙ্গলবার আওয়ামী লীগের জনসভা

14 party

Awamileagueআগামি ১৭ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করেছে।

আজ আওয়ামী লীগের দপ্তর-সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আর এই জনসভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।

এ জনসভায় আওয়ামী লীগ ও তার সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আহ্বান জানিয়েছেন।

এমআইকে/এএস