
আগামি ১৭ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করেছে।
আজ আওয়ামী লীগের দপ্তর-সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আর এই জনসভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।
এ জনসভায় আওয়ামী লীগ ও তার সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আহ্বান জানিয়েছেন।
এমআইকে/এএস