দেশের ব্যবসায়ী সমাজের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংঘাত, প্রাণহানি, শিল্প-বাণিজ্য ধ্বংসের পথ পরিহার করে শান্তির স্বপক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় চেম্বার অব কমার্সের উদ্যোগে সাদা পতাকা নিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার সকালে শহরের মসজিদ রোড চেম্বার ভবনের সামনে শহরের সকল ব্যবসায়ীরা সাদা পতাকা মানববন্ধন পালন করে। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সভাপতি তানজিল আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম মাহফুজ, সহ-সভাপতি আল মামুন, পরিচালক শাহজাহান খান, শাহ আলমসহ সকল ব্যবসায়ী নেতৃবৃন্ধ।
এআর