
বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশিদের মদদে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছেন। তার এই দু:স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না বলে জানালেন ঢাকা মহানগর আ.লীগের সাধারণ-সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আর এই বিজয়ের মাসে যারা জনগণের রক্ত নিয়ে হোলি খেলছে তারা জাতীয় বেঈমান আর তাদের নেতৃত্ব দিচ্ছেন বেগম জিয়া বলেও মন্তব্য করেন তিনি।
আজ সকালে জাতীয় প্রেক্লাবের সামনে একাত্তরের মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও ফাঁসী দাবি এবং গণতন্ত্রবিরোধী সকল ষড়যন্ত্রকারীদের দ্রুত বিচার ও জামায়াত ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সম্মিলিত আওয়ামী সমর্থক জোটসহ ২২টি আওয়ামী সমর্থক সংগঠনের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে মায়া বলেন, রাজাকারমুক্ত বাংলাদেশ গড়তে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির মাধ্যমে নিষ্পন্ন করতে হবে।
দেশে এখন নিরব যুদ্ধ চলছে, এ যুদ্ধ হল গণতন্ত্র রক্ষার এবং ভোট ও ভাদের অধিকার রক্ষার লড়াই বলে জানান তিনি।
মুক্তিযুদ্ধাদের উদ্দেশ্যে মায়া বলেন, যেখানে সন্ত্রাস দেখা যাবে সেখানেই আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। খালেদা জিয়া নির্বাচন বানচালের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য যে ষড়যন্ত্র করছে এ বিজয়ের মাসেই তার দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে।
সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক-সম্পাদক শাহ আলম মুরাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দীলিপ রায় প্রমুখ।
জেইউ/এএস