
রোববার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নওগাঁ শহরের গোস্তহাটির মোড়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে নিজস্ব ভবনের সামনে শিল্প-বাণিজ্যের অবকাঠামো ধ্বংস ও মানুষ হত্যার প্রতিবাদে এবং শান্তির দাবিতে সারা দেশের ব্যবসায়ীদের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে সাদা পতাকা হাতে প্রতিবাদ বন্ধনের আয়োজন করা হয়। প্রতিবাদবন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রুপ, নওগাঁ জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপ, বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতি নওগাঁ জেলা শাখাসহ বিভিন্ন সংগঠনের শতাধিক ব্যবসায়ীরা অংশ নেন।
প্রতিবাদবন্ধন চলাকালে বক্তব্য রাখেন নওগাঁ চেম্বার অব কর্মার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস তুহিন রেজা, নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি তৌফিকুল ইসলাম বাবু, নওগাঁ জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন খান টিপু প্রমুখ নেতারা।
এআর