
রোববার জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে লাগাতার হরতাল ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র দেশব্যাপী চলমান নাশকতার বিরুদ্ধে এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের প্রতিবাদে শহরের বাগিচা পাড়া এলাকায় সাদা পতাকা নিয়ে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।
অপর দিকে জয়পুরহাটে শান্তির পক্ষে মাইকে স্লোগান দিয়ে ও সাদা পতাকা উড়িয়ে ৭৫ কিলোমিটার পথে রিকশা র্যালি করেছে ‘কর্মসংস্থান স্কুল’ নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সকালে জয়পুরহাট স্টেডিয়াম থেকে বের হয়ে র্যালিটি জেলা শহরের প্রধান সড়ক হয়ে ক্ষেতলাল, কালাই ও পাঁচবিবি উপজেলার মোট ৭৫ কিলোমিটার প্রদক্ষিণ করে বিকেলে পুনরায় জয়পুরহাট স্টেডিয়ামে ফিরে আসে। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এআর