শিবপুরে প্রয়াত মান্নান ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে

  • Emad Buppy
  • December 14, 2013
  • Comments Off on শিবপুরে প্রয়াত মান্নান ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে
norsinghdi

norsinghdiনরসিংদীর শিবপুরে বিএনপির অস্তিত্ব টেকাতে হলে প্রয়াত বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তার একমাত্র উত্তরসূরি ভূঁইয়া নন্দিত নাহিয়ান স্বজনকে নেতৃত্বে আনার দাবি জানিয়েছেন মান্নান ভূঁইয়া পরিষদের নেতৃবৃন্দ। অন্যথায় শিবপুরের মানুষ কাউকে মেনে নেবে না। বর্তমানে শিবপুরে বিএনপিতে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এসব বিশ্বাস ঘাতকদের শিবপুরবাসী ঘৃণার সাথে প্রত্যাখান করছে।

শনিবার বিকেলে শিবপুরে আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তারা এ দাবি জানান। ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার চৈতন্যা বাসষ্ট্যান্ডে পরিষদের যোশর ইউনিয়ন শাখার আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন, পরিষদের আহ্বায়ক আবুল হারিছ রিকাবদার, সদস্য সচিব আরিফুল ইসলাম মৃধা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ: রশিদ মোল্লা ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক-সম্পাদক আবদুল মালেক প্রমুখ।