ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১২’শ কেজি পিরানহা মাছ আটক

  • Emad Buppy
  • December 14, 2013
  • Comments Off on ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১২’শ কেজি পিরানহা মাছ আটক
brahmanbaria

brahmanbariaব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সিমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় পাচঁটি ট্রাকে ১২’শ কেজি সরকার নিষিদ্ধ পিরানহা মাছ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আখাউড়া অঞ্চলের সদস্যরা।

বিজিবি ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় পাঁচটি ট্রাকে তল্লাসি করে  ১২’শ কেজি সরকার নিষিদ্ধ পিরানহা মাছ আটক করে বিজিবি। প্রতি ঝুড়িতে ২’শ ৪০কেজি করে মোট ৪৯টি ঝুড়িতে ১১’শ ৬০ কেজি পিরানহা মাছ পাওয়া যায়।

বিজিবি আখাউড়া অঞ্চলের সদস্য জসীম উদ্দিন জানান, পাচটি ট্রাকে মোট ৪৯টি ঝুড়িতে ১২’শ কেজি পিরানহা মাছ আটক করা হয়েছে।