
নানা কর্মসূচির মধ্যদিয়ে ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা অর্পণ করে শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।
ফরিদপুর পুলিশ সুপার মোঃ জামিল হাসানের সভাপতিত্বে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শুরু হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান, ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আসম জাহাঙ্গীর চৌধরী টিটো, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এইচ এম ইসহাক, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসিনা বানু, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।