তিন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

  • Emad Buppy
  • December 14, 2013
  • Comments Off on তিন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
BSF

BSFদীর্ঘ তিন বছর পর তিন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে তিন বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে তারা। আজ বেলা পৌনে ১০টায় দর্শনা সীমান্তের চেকপোস্ট সংলগ্ন নো-ম্যান্সল্যান্ডে অনুষ্ঠিত পতাকা  বৈঠকের পর এদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

এরা হলেন- মুরুলি খাঁ পাড়ার বাবু মণ্ডলের ছেলে বিপ্লব মণ্ডল (১৬), যশোরের রায়পাড়ার কাইয়ুম রানার ছেলে সোহেল রানা (১২) ও মাগুরা জেলার নারায়নদিয়া খালপাড়া গ্রামের আব্দুল গফুর মোল্লার ছেলে নুর ইসলাম মোল্লা (১৩)।

তিন বাংলাদেশিকে ফেরত দেওয়ার সময় পতাকা বৈঠকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন,  বিএসএফ’র গেঁদে কোম্পানি কমান্ডার এসআই রাজেন্দ্র প্রসাদ, ডিআইবি’র ইন্সপেক্টর সুধারাম, চেকপোস্ট পুলিশেরসন্সপেক্টর অবরিক সরকার ও কৃষ্ণনগর সেফহোমের সুপার সঞ্চয় সরকার।  বাংলাদেশের পক্ষে ছিলেন বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল, দামুড়হুদা থানার এসআই মামনুর রশীদ, দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের এএসআই আবু সাঈদ।