
আজকাল সবার হাতেই ক্যামেরা। যারই একটা মোবাইল আছে, সেই এখন ফোটোগ্রাফার হবার সুযোগ পেয়ে যায়। এখনকার মোবাইলগুলোও বিভিন্ন হাই ফাংশনসহ ক্যামেরা অফার করছে। এছাড়া বিভিন্ন কোম্পানী কমদামে ভাল ভাল কমপ্যাক্ট পয়েন্ট এন্ড শুট ক্যামেরা অফার করছে।
তাই এখন সবাই ফোটোগ্রাফার!!
তবে ফোটোগ্রাফি নিয়ে কিছু বেসিক জ্ঞানের অভাবে অনেকেই ভাল ছবি তুলতে পারেন না। অথচ সাধারণ কিছু নিয়ম মেনে চললে আপনার ছবিও সকলের প্রশংশা পেতে পারে!
এখানে কিছু সাধারণ টিপস দেয়া হল, এগুলো অনুসরণ করলে আপনি নি:সন্দেহে আগের চেয়ে ভাল ছবি তুলতে পারবেন।
১. আপনার ক্যমেরার সেটিং গুলোর সাথে পরিচিত হয়ে নিন। ক্যমেরার বিভিন্ন ফাংশন আছে, এগুলোর সাথে যত পরিচিত হবেন, তত ঝামেলা কম হবে ছবি তোলার সময়। তাই সবকটা ফিচার চেক করে দেখে নিন, দরকারে টেস্টে ফোটো তুলে প্রাকটিস করুন।
২. ঘরে বা ইনডোর ছবি তোলার সময় পর্যাপ্ত লাইট এর ব্যবস্থা রাখুন। সম্ভব হলে বাইরে গিয়ে ছবি তুলুন, দিনের আলোটাকে ব্যবহার করুন। বাহিরে ছবি তোলার সময় খেয়াল রাখুন আলোর মূল সোর্স (সূর্য্)যেন আপনার পেছনে থাকে আর সাবজেক্ট (যার ছবি তুলছেন)তা যেন আলোর সামনে থাকে। এ ভুল করলে সাবজেক্ট এর চেহারা কালো দেখাবে এমনকি ছবি নষ্টও হয়ে যেতে পারে। অপরদিকে সাবজেক্ট আলোর দিকে আর আপনি আলোর বিপরিতে দাঁড়ালে পেছন থেকে আলো আসবে সাবজেক্ট প্রচুর পারিমানে আলো পাবে এবং ছবি ভাল আসবে।
৩. বাইরে ছবি তোলার সময় খেয়াল করুন কখন ছবি তুলছেন। সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত সময় ছবি তোলার জন্য ভাল। এরপরে তুললে ছবি বার্ণ করবে। এগারোটার পর থেকে বিকাল তিনটা বা চারটা পর্যন্ত ছবি তোলার জন্য বিশেষ ফিল্টার ব্যবহার করেন প্রফেশনালরা। যা ব্যবহারের সুযোগ আপনার নেই বলে ধরে নেয়া হল। তাই ছবি তুললে সকাল এবং বিকাল সময়টা বেছে নিন।
৪. ছবি তোলার সময় কোন অবজেক্ট কোথায় থাকবে এবং আপনার সাবজেক্ট ছবির ফ্রেমের কোথায় থাকবে এটা নিয়ে কাজ করাই হল কম্পোজিশন। এগুলো নিয়ে কিছু সাধারণ নিয়ম আছে তা মেনে চললে ছবি ভাল আসবে। এই নিয়ম এর একটা দুটা এখানে বলা হচ্ছে, কারণ বিস্তারিত বলতে গেলে সেটা হয়ে যাবে একটা মহাকাব্য!
ছবির সাবজেক্ট (ধরে নেয়া হল মানুষ)
এর মাথা বা মুল আকর্ষণ যেন ঠিক মাঝখানে না হয়। এটা ডানে বা বামে যে কোন এক দিকে একটু উপরের দিকে হলে দেখতে ভাল লাগবে। বিশেষ দরকার না হলে উপরে জায়গা ফাঁকা রাখবেন না। কারও ছবি তোলার সময় কোথা থেকে কতটুকু ফ্রেমের মাঝে রাখবেন, সেটা বিচার করাটা গুরুত্বপুর্ণ। মানুষের ফেসের ছবি তোলার সময় নিচের অংশ যেন কোনভাবেই গলায় গিয়ে না কাটে। এটাতে ছবিটা মাথাকাটা মনে হবে, একটা অস্বস্তিকারক অবস্থার সৃষ্টি হবে। এভাবেই বুক পর্যন্ত নেবার সময় কনুই এর একটু উপর থেকে কাটুন, অথবা একটু নিচ থেকে। ঠিক কনুই থেকে কাটবেন না। কোমডর থেকে কাটবেন না, একটু উপরে বা নিচে থেকে কাটুন, হাটু থেকে কাটবেন না, একটু উপরে বা নিচ থেকে কাটুন।
৫. ছবি তোলার সময় চেষ্টা করুন আই লেভেল বা সাবজেক্ট এর নিজস্ব উচ্চতায় ছবি তুলতে। আপনি উপর থেকে সাবজেক্ট এর ছবি তুললে বা নিচ থেকে তার ছবি তুললে সেগুলো বিশেষ সময় ছাড়া বাকি সময় বাজে দেখাবে।
৬. ছবি তোলার সময় খেয়াল করুন ব্যাকগ্রাউন্ড এর উজ্জলতা যেন অবশ্যই সাবজেক্ট এর চেয়ে কম হয়। নতুবা সাবজেক্ট কালো এবং অস্পষ্ট দেখাবে।
৭. ছবি তোলার সময় চেষ্টা করুন একই ছবি কিছু ভিন্ন ভিন্ন আঙ্গিকে কয়েকবার তুলতে। এভাবে করলে এর মাঝে একটা না একটা ছবি সুন্দর হতে বাধ্য।
৮. নিয়মিত ছবি তুলুন। প্রচুর ছবি তুলুন। ডিজিটাল ক্যমেরায় ছবি তুলতে কষ্ট নেই, খরচও নেই। তাই সুযোগ পেলেই ছবি তুলুন। এর ফলে আপনার অভিজ্ঞতা বাড়বে, নিজের ভুল থেকে শিখতে পারবেন দ্রুত।
ছবি তুলুন বেশি
ফটোগ্রাফীতে গুরুত্বপূর্ণ হল একটা বিষয়কে অন্যরকম ভাবে দেখার চোখ এবং সঠিক মুহূর্তকে ধরে ফেলার সতর্ক মানসিকতা। হ্যাঁ, ক্যামেরার খুঁটিনাটি অবশ্যই জানতে হবে, কেননা ক্যামেরা এবং লেন্স দিয়ে আলো, জুম ইত্যাদি নিয়ন্ত্রন করেই তো আপনি আপনার দৃষ্টিভঙ্গিকে একটা ছবিতে ফুটিয়ে তুলবেন। এই মনের চোখ আর ক্যামেরার চোখের মধ্যে যোগসূত্র স্থাপনটাই শিখতে হবে। এটা হয়ে গেলে আপনাকে আর ভাবতে হবেনা, এখন ছবি তুলতে থাকুন। এগিয়ে যান আপনার স্বপ্ন বাস্তবায়নে।(সূত্র ইন্টারনেট)
সাকি/