
এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি নির্বাচনে যাবেনা বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা উপদেষ্টা ববি হাজ্জাজ।
রাজধানী গুলশানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
ববি হাজ্জাজ বলেন, দেশকে আরও সংঘাতের দিকে ঠেলে দিতে চায় না এরশাদ। জাতীয় পার্টি গণতন্ত্রের জন্য কাজ করে বলে জানান তিনি।
তিনি এসময় নিজেকে দলের চেয়ারম্যান এরশাদের মুখপাত্র হিসাবে দাবি করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে এরশাদ কাউকে দায়িত্ব দেননি। কাউকে দায়িত্ব দেওয়া হলে সবাইকে জানানো হবে বলে জানান তিনি।
বিনা প্রতিদ্বন্দীতায় জাতীয় পার্টির প্রার্থী নির্বাচিত হওয়াকে তিনি সরকার ও নির্বাচন কমিশনের অসহযোগীতাকে দায়ী করেন।