সাত দিনই খোলা থাকবে দোকান-শপিংমল

KIDS-SHOPPINGটানা অবরোধ-হরতাল ও রাজনৈতিক অস্থিরতার কারণে লোকসান ঘুচাতে শহরের সকল দোকান ও শপিংমল শুক্রবারসহ সপ্তাহে সাত দিনই খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

চলমান রাজনৈতিক সহিংসতার কারণে ব্যবসায়ের ক্রমাগত লোকসানের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সূত্র।

সূত্র জানায়, হরতাল-অবরোধের কারণে মার্কেট বন্ধ থাকায় ব্যবসায়ীরা তাদের দোকান খরচ ও কর্মচারীর বেতন দিতে পারছেনা। তাছাড়া যারা ব্যাংক ঋণের মাধ্যমে ব্যবসা করছেন তারা ব্যাংকের টাকা দিতে পারছেন না। তাই এখন থেকে পরবর্তী সিদ্ধান্ত পর্যন্ত সকল প্রকার ছোট বড় দোকান,শপিং মল,শো-রুম খোলা রাখার বলা হয়েছে।

সূত্র আরও জানায়,সারা দেশে ক্ষুদ ও মাঝারি ২০ লাখ  দোকান রয়েছে।এর মধ্যে রাজধানীতে রয়েছে সাড়ে চার লাখ দোকান।মাঝারি মাপের একটি দোকানে স্বাভাবিক সময়ে গড়ে প্রতিদিন চার হাজার টাকা বা এর বেশি বিক্রি হয়।এ হিসাবে হরতাল,অবরোধসহ বিভিন্ন সহিংসতাপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে এক দিন দোকান বন্ধ থাকলে গড়ে ২০ লাখ দোকানে দৈনিক ৮০০ কোটি টাকা থেকে এক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে।

নয়ন/এআর