
তফসিল স্থগিত ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দেওয়া অবরোধ কর্মসূচি পালনকালে ১৮ দলের যে সকল নেতাকর্মী নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় ইমামতি করেন, জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নিছার উল্লাহ। জানাযায় বিএনপির কোনও শীর্ষ নেতাকেই অংশ নিতে দেখা যায়নি। দলীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার আতংকে তারা এ জানাযায় অংশ নিতে পারেননি।
জানাযায় উপস্থিত ছিলেন, বিএনপির গণ শিক্ষাবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি সহ দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, যুবদলের সিনিয়র সহ সভাপতি আবদুস সালাম আজাদ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, লেবার পার্টির চেয়ারম্যান ডা.মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক খন্দার লুৎফুর রহমান, খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক শফিক উদ্দিন, পিপলস পার্টির মহাসচিব এ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন প্রমুখ।
এমআর/