দায়িত্বে অবহেলার কারণে দিনাজপুর পুলিশ সুপার সারোয়ার মোর্শেদ শামীমকে প্রত্যাহার করা হয়েছে।
গত ১১ই ডিসেম্বর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকার ১৩ কিলোমিটার সড়কের উপর রাস্তার পার্শের গাছ কেটে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীরা এবং এর আগে শহরের ফুলবাড়ি বাসষ্ট্যান্ড এলাকায় বিএনপি-জামায়াত শিবির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে ও কয়েকজন পুলিশ সদস্য গুরুত্বর আহত হয়।
এ ঘটনায় পুলিশ সুপারের ভুমিকা প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে পুলিশ অফিস সূত্রে জানা যায়।