১৮ দলের শেষ দিনের অবরোধ চলছে

Oborodh_strikeoনির্দলীয় সরকার, তফসিল বাতিল ও নেতা কর্মীদের মুক্তির দাবিতে ১৮ দলের টানা ১৩১ ঘন্টা হরতালের শেষ দিন আজ।  রাজধানীতে ককটেল বিস্ফোরন, যানবাহনে আগুন ও ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়া বড় কোনও ধরনের সহিংসতার খবর পাওয়া যায় নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় রাজধানীর সায়েদাবাদের দয়াগঞ্জের ইবনে সিনা হাসপাতালের সামনে ঝটিকা মিছিল করে শিবির। পুলিশ ধাওয়া দিলে কয়েকটি ককটেলের বিস্ফোরন ও একটি বাসে আগুন ধরিয়ে দেয় তারা। এসময় পুলিশ অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

রাজধানীর প্রধান সড়কগুলোতে সকালের দিকে যান চলাচল কিছুটা কমতে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যান চলাচল। তবে গণপরিবহনের সংখ্যা ছিল প্রয়োজনের তুলনায় কম। অফিসগামী মানুষ কিছুটা দুর্ভোগের মুখে পড়তে হয়।

এদিন রাজধানীতে ট্রেন ও লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক। তবে দুরপাল্লার কোনও বাস রাজধানী ছেড়ে যায়নি ও প্রবেশ করেনি।

এদিকে যে কোনও নাশকতা ঠেকাতে প্রতিটি মোড়ে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। অলি গলিতে চলছে পুলিশী টহল।