লেনদেন ও সূচক উভয়ই কমেছে

নিম্নমুখী সূচক

নিম্নমুখী সূচকসপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন ও সূচক উভয়ই কমেছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  ডিএসইএক্স সূচক কমেছে ৩৪ পয়েন্ট। আগের দিনের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ১৫২ কোটি ৩০ লাখ টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক কমেছে ১৩০ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইএক্স সূচক ৪ হাজার ২৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৯০ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬৩ কোটি ৬৫ লাখ টাকার। লেনদেন হয়েছে ২৯০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৮ টির কমেছে ১৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির।

সিএসইতে লেনদেন কমেছে ২৩ কোটি ২২ লাখ টাকারও বেশি। লেনদেন হয়েছে ২২৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫২ টির কমেছে ১২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির।

এমআরবি/