লক্ষ্মীপুরে র‌্যাব-বিএনপি সংঘর্ষে নিহত ৩, আহত ৫০

  • Emad Buppy
  • December 12, 2013
  • Comments Off on লক্ষ্মীপুরে র‌্যাব-বিএনপি সংঘর্ষে নিহত ৩, আহত ৫০
laxmipur

laxmipurবিরোধী দলের অবরোধের মধ্যে লক্ষ্মীপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপিকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

এ সময় সংঘর্ষে গুলিতে নিহত দুই জনের লাশ সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো কয়েকজনকে।এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইকবাল মাহমুদ জুয়েলও নিহত হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হলেও পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি।তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো কথা বলেননি জেলার পুলিশ সুপার মুনিরুজ্জামান।

জানা যায়, বৃহস্পতিবার ভোরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবুর বাসায় র্যা ব অভিযান চালালে সেখানে সংঘর্ষ শুরু হয়। পরে সাবুকে গুলিবিদ্ধ অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।এরপর বিএনপি ও যুবদলকর্মীরা মিছিল বের করলে শহরের চকবাজার মসজিদের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় মিছিলকারীরা ককটেল ছুড়লে শুরু হয় সংঘর্ষ। শহরের উত্তর তেমোহান ও ঝুমুর সিনেমার কাছেও দফায় দফায় সংঘর্ষ চলে।সদর হাসপাতালের চিকিৎসক আবু খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামুন ও মাহবুবুর রহমান নামে দুই জনের লাশ হাসপাতালে এসেছে। তাদের দুজনেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।     এছাড়া গুলিবিদ্ধ আরো ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।নিহতদের মধ্যে মামুন ইসলামী ছাত্র শিবির ও মাহবুবুর রহমান স্থানীয় বিএনপির নেতা বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।