রংপুরে ৩৪ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

rangpurরংপুর হারাগাছের সাড়াই উচাপুল এলাকা থেকে ৩৪ বোতল ফেন্সিডিল, ২৯ হাজার টাকা ও ১টি ভারতীয় বাই-সাইকেলসহ এক যুবককে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

সূত্র জানায়, বৃহস্প্রতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার এসআই আতিকুর রহমানের নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী টহল দলটি হারাগাছ সাড়াই উচাপুল স্থানে অভিযান চালায়। সেখান থেকে ৩৪ বোতল ফেন্সিডিল, ২৯ হাজার টাকা ও একটি ভারতীয় বাই-সাইকেলসহ শফিকুল ইসলাম (২৫) নামে  এক যুবককে আটক করে। আটক শফিকুল লালমনিরহাটের হরিচরণ গ্রামের (মৃত) আবু বকরের পুত্র।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অনুমতি সাপেক্ষে আটক মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে কাউনিয়া থানায় রাখা হয়েছে।

সাকি/