
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা শেষ দিনে আজ সকালে ব্রাহ্মণবাড়িয়র বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের সেক্রেটারিসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
জেলার নবীনগরের এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের সেক্রোটারি মো. রফিকুল ইসলামকে (৩৮) তার নিজ বাস ভবন থেকে আটক করে নবীনগর থানা পুলিশ। আটক অন্য ৫ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, অবরোধে নাশকতার চেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন এলকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে নবীনগর জামায়াতের সেক্রেটারি মো. রফিকুল ইসলামকে তার বাড়ি থেকে এবং অন্যান্য ৫ জনকে জেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় নবীনগর থানার ওসি আবু জাফর জানান, নবীনগর উপজেলার আটককৃত জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলামকে সরকারি কাজে বাধা দেওয়া, গাড়ি ভাংচুর ও নাশকতা চেষ্টা মামলায় দেখানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম ৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
এআর