নির্বাচন আসলে এরকম নাটক হয়েই থাকে: ইনু

  • Emad Buppy
  • December 12, 2013
  • Comments Off on নির্বাচন আসলে এরকম নাটক হয়েই থাকে: ইনু
Hasanul Haque Inu

Hasanul Haque Inuমহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়টি নাটক উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, নির্বাচন আসলে এরকম নাটক সব সময়ই হয়ে থাকে। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে এসে বের হওয়ার সময় তিনি এ কথা বলেন।

ইনু বলেন, জাতীয় পার্টি মহাজোটে এখনও আছে আগামিতেও থাকবে। এবং তারা নির্বাচনেও অংশ নেবে।

তিনি বলেন, জাতীয় পার্টির দলীয় প্রতীক নাঙল মার্কায় কাউকে প্রতীক বরাদ্ধ না দিতে ইতোমধ্যে এরশাদ নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছেন। নির্বাচন আসলে রাজনীতিতে এরকম নাটক হয়েই থাকে। এবং এই নাটক আগামিকাল বিকাল ৪টা পর্যন্ত চলতে থাকবে।

এর আগে হাসানুল হক ইনু গতকাল নির্বাচন কমিশনে নিরাপত্তা চেয়ে একটি চিঠি দেয়। এর পর আজ বৃহস্পতিবার হঠাৎ করেই নির্বাচন কমিশনে আসেন। এবং নির্বাচন কমিশনার মো. মোবারক আলীল রুমে প্রবেশ করেন। তবে বের হয়ে বলেন, মনোনয়নপত্র প্রত্যাহার সংক্রান্ত আইন জানতে এসেছি।

উল্লেখ্য, মনোনয়নপত্র জমাদান ও প্রত্যাহারের সকল বিষয় রিটার্নিং কর্মকর্তার অফিস লেনদেন করে। নির্বাচন কমিশন সচিবালয় শুধু মনোনয়নপত্রের আপিল নিষ্পত্তি করে।

হুমায়ূন কবির