
জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের মোল্লার রায় কার্যকর করা হলে সরকারকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারী প্রদান করেছেন জামায়াতের কেন্দ্রীয় কার্যপরিষদ সদস্য ড. মু হাম্মদ শফিকুল ইসলাম মাসুদ।
আজ বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ হুমকি দেন। এ সময় মাসুদ বলেন, বর্তমান সরকার বিচারের নামে প্রহসন করে কাদের মোল্লাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি কাদের মোল্লাকে হত্যা করা হলে সারাদেশে দাবানল ছড়িয়ে পড়বে বলে হুমকি প্রদান করেন।