মোল্লার ফাঁসির রায়ে ফরিদপুরে পুলিশের গাড়িতে শিবিরের ককটেল নিক্ষেপ

  • Emad Buppy
  • December 12, 2013
  • Comments Off on মোল্লার ফাঁসির রায়ে ফরিদপুরে পুলিশের গাড়িতে শিবিরের ককটেল নিক্ষেপ
Faridpur

Faridpurকাদের মোল্লার ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে ফরিদপুর শহরের সদর হাসপাতালের সামনের সড়কে পুলিশের গাড়ির সামনে ওই গাড়িকে লক্ষ করে দুটি ককটেল নিক্ষেপ করেছে শিবির কর্মীরা। বৃহস্পতিবার দুপুর দুইটায় এঘটনা ঘটে। এ সময় দুটি অটো ভাংচুর করা হয়।
পুলিশ তাৎক্ষণিক বোমা নিক্ষেপকারীদের ধাওয়া করলেও গ্রেপ্তার করতে পারেনি।

এআর