
বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ দলীয় প্রতীক লাঙল কাউকে প্রতীক হিসেবে বরাদ্দ না দিতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি পার্টিয়েছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ নির্বাচন কমিশন সচিব ড. মো. সাদিকের কাছে এ চিঠি পৌঁছে দেন।
চিঠিতে উল্লেখ করা হয়, লাঙল প্রতীক জাতীয় পার্টির দলীয় প্রতীক। আর জাতীয় পার্টির চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন সব দল অংশ গ্রহণ না করলে জাতীয় পার্টি আগামি নির্বাচনে অংশগ্রহণ করবে না।
নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছেন সে অনুযায়ী আগামি ৫ জানুয়ারি তারিখের নির্বাচনে জাতীয় পার্টির প্রতীক কাউকে প্রতীক হিসেবে বরাদ্দ না দিতে বিনীত অনুরোধ জানান এরশাদ।
চিঠিটি ইসিতে পৌঁছে দিতে ববি হাজ্জাজের সঙ্গে বাগেরহাটের এমপি রুহুল আমিন ও মমিনুল আমিনসহ জাতীয় পার্টির ৫ জনের একটি দল নির্বাচন কমিশনে যান।
এমআর/এএস