
আগামিকাল সকাল আটটার মধ্যে ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার বিকেলে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষানবিশ চিকিৎসক ও ছাত্রদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষ ও ভাংচুরের পর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, গত সোমবার গভীর রাতে শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে রক্ত পরীক্ষাগারের এক কর্মচারির কথা কাটাকাটির সূত্র ধরে মঙ্গলবার সকালে কলেজের ছাত্র ও শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষ হয়। এ সময় শিক্ষার্থীদের হামলায় ফজলুল হক বাবুর্চি টিকিটম্যান আহত হন। এছাড়া আরও আহত হন টিটো, খোরশেদ ও আউয়াল। ঘটনার পর মঙ্গলবার থেকে হাসপাতালে সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ ছিল বলে জানা গেছে। সে সময় রোগীরা দুপুরের খাবার বিকেলে পেলেও রাতের খাবার পান নি।
অধ্যক্ষ দীলিপ চন্দ্র ধর জানান, কলেজের স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে একাডেমিক কাউন্সিলের সভায়। এবং বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে ছাত্র-ছাত্রীদের হল ছাড়তে বলা হয়েছে।