রায় কার্যকর না করায় ফরিদপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল

faridpur_joubolig_bikkhobমানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর না করায় ফরিদপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ।

বুধবার সকালে কাদের মোল্লার রায় অবিলম্বে কার্যকর করার দাবী জানিয়ে বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশ থেকে সোমবার রাতে শিবিরের তাণ্ডবের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম খন্দকার লেভি, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেন, ছাত্রলীগ নেতা রানা হামিদ।