রকমারি ডট.কম ও ছায়ানটের মধ্যে চুক্তি

  • Emad Buppy
  • December 11, 2013
  • Comments Off on রকমারি ডট.কম ও ছায়ানটের মধ্যে চুক্তি
rakomari.com

rakomari.comসম্প্রতি রকমারি ডট.কম ও ছায়ানটের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ছায়ানটের পক্ষ থেকে খায়রুল আনাম শাকিল এবং রকমারির পক্ষ থেকে মাহমুদুল হাসান সোহাগ এই চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে এখন থেকে ছায়ানটের যেকোনো অডিও গানের সিডি/ডিভিডি, বই ইত্যাদি পণ্য রকমারি ডট.কম থেকে কেনা যাবে। এর ফলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই শুদ্ধ সংস্কৃতি প্রেমীরা ঘরে বসেই ছায়ানটের সকল প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন।

ঘরে বসেই ছায়ানটের যেকোনো গানের সিডি বা বই কিনতে ভিজিট করতে পারবেন। ফোনে অর্ডার করতে চাইলে ১৬২৯৭ নম্বরে কল করতে হবে। দেশের যে কোনো প্রান্ত থেকেই অর্ডার করা যাবে। সিডি বা বই হাতে পেয়ে মূল্য পরিশোধ করা যাবে।