
মঙ্গলবার ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় সাদ্দাম হোসেন মিয়া (২৬) নামে ১ জন নিহত ও মির্জা মামুন (২৫) গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে কামারখালী থেকে মোটরসাইকেলে মধুখালী আসার পথে কামারখালী পেট্রল পাম্পে দাড়িয়ে থাকা একটি যাত্রীবাহী লোকাল বাসের সাথে ধাক্কা খায়।
গুরুতর আহতাবস্থায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়ার পথে সাদ্দামের মৃত্যু হয়।
নিহত সাদ্দাম মধুখালী উপজেলার এনজিও ব্যবসায়ী মোঃ আলমগীর মিয়ার বড় ছেলে।
আহত মির্জা মামুন মধুখালী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মির্জা মনিরুজ্জামান বাচ্চুর বড় ছেলে।