
সংঘাতের রাজনীতি পরিহার করতে ও স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে থাকার পরিবেশ তৈরির দাবীতে ফরিদপুরে মানবন্ধন করেছে মুক্তিযোদ্ধা-শিক্ষক-ছাত্র-জনতা।
বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন আমরা অবিনাশী জনতা বুধবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
বক্তারা শিক্ষাখাতে দূর্ণীতি ও অনিয়ম নিরসন ও ব্যবসা বাণিজ্যের অচলাবস্থা নিরসনের দাবী জানান।
সংগঠনের সভাপতি মোঃ আল-আমীনের সভাপতিত্বে এস এম এহতেশাম রুবেল, মোঃ হাসিবুল মাহমুদ, মুক্তিযোদ্ধা কুব্বাত হোসেন বক্তব্য রাখেন।