ধানক্ষেতে থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াত্র উদ্ধার

  • Emad Buppy
  • December 11, 2013
  • Comments Off on ধানক্ষেতে থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াত্র উদ্ধার
দিনাজপুর ম্যাপ

দিনাজপুর ম্যাপমঙ্গলবার বেলা ১২টায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামের ধান ক্ষেত থেকে থানা পুলিশ পরিত্যক্ত গুলিবিহীন অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

৭নং পলিপ্রায়গপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান জানান, সকালে শ্রী মতি মাইকো মার্ডি (৪৫), শ্রী মতি সমনি মার্ডি (৫৫) ও খুকু মনি সরেন (৩৫) চন্ডীপুর গ্রামের হোসেন আলীর জমিতে ধান কাটছিল। এ সময় ওই তিন জন ধান ক্ষেতের মধ্যে পরিত্যক্ত অবস্থায় গুলিবিহীন ১টি বিদেশি পিস্তল  ও ১টি দেশীয় শুটার গান দেখতে পায়। পরে তাঁরা স্থানীয় গ্রাম পুলিশকে খবর দেয়।

বিরামপুর থানার এসআই মো. বজলুর রশিদ জানান, চন্ডীপুর গ্রামের হোসেনের জমিতে আদিবাসীরা ধান কাটতে গিয়ে আগ্নেয় অস্ত্র দুটি দেখতে পেয়ে থানায় খবর দিলে সর্ঙ্গীয় ফোর্সসহ ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল  ও ১টি দেশীয় শুটার গান উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম আগ্নেয় অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান,  সম্ভত ডাকাতেরা অথবা চোরাকারবারীরা লুকায়ে রাখছিল পরে হয়তো খুঁজে পায়নি। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।

এআর