কাদের মোল্লার ফাঁসি কার্যকর না করার দাবিতে সদরপুরে বিক্ষোভ

Faridpur

Faridpurজামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যুদ্ধাপারাধ মামলায় জড়িয়ে দোষী সাব্যস্ত করে ফাঁসির রায় কার্যকরের বিপক্ষে তার জন্ম স্থান সদরপুর ভাষানচরের আমিরাবাদ গ্রামসহ ১০টি গ্রামের লোকজন বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

সকাল ১১টায় কাদের মোল্লার বাড়ি থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সদরপুর উপজেলা সদরে যাওয়ার পরে সদরপুর স্টেডিয়াম মাঠ এলাকায় পৌঁছালে পুলিশ, বিজিবি ও দাঙ্গা পুলিশের বাধার মুখে ওই স্থানেই সমাবেশ শেষে মিছিলটি আবার তার বাড়ির দিকে ফিরে যায়।

সমাবেশে বক্তব্য রাখেন, কাদের মোল্লার ছোট ভাই ও ভাষানচর ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা মাঈনদ্দিন আহম্মেদ, ভাঙ্গা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোরওয়ার হোসেন, সদরপুর জামায়াত কর্মী হাজী আবু বকর, এলাকার প্রবীণ আব্দুস সামাদ মুন্সী, দানেজউদ্দিন দফাদার, রেজাউল করিম, ছালেহা খাতুন, হাসিনা বেগম, আলেসা খাতুন প্রমুখ।

সমাবেশে বক্তরা কাদের মোল্লার বিরুদ্ধে দায়ের করা মামলা সাজানো দাবী করে তা প্রত্যাহারপূর্বক নি:শ্বর্ত মুক্তির দাবি জানায়।

সাকি/