শ্রমিক নেতা শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ করা হবে

  • Emad Buppy
  • December 10, 2013
  • Comments Off on শ্রমিক নেতা শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ করা হবে

অবরোধের নামে পরিবহন শ্রমিকদের হত্যা ও গাড়ি পোড়ানো বন্ধ এবং শ্রমিক নেতা শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির পক্ষ থেকে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ কথা জানানো হয়।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ-সম্পাদক ওসমান আলী বলেন, সড়ক দুর্ঘটনার জন্য শুধু পরিবহন শ্রমিকরাই দায়ী নয়, চাকা পামচার, ব্রেক ফেইল,পথচারীদের এলোমেলো হাঁটাসহ এর পেছনে ১০৫টি কারণ রয়েছে। এই কারণগুলো যাচাই-বাছাই না করেই সড়ক দুর্ঘটনা ঘটলেই পরিবহন শ্রমিকদের দায়ী করা হয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন,আমরা দেশের অর্থনীতির চাকাকে সবসময় সচল রাখি অথচ সরকার ও বিরোধী দল কেউ আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না।

এ সময় তিনি যে সকল পরিবহন শ্রমিক মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরুণ দেওয়ার জন্য আহবান জানিয়েছেন।

হরতাল ও অবরোধের নামে ৪৩ জন পরিবহন শ্রমিক হত্যার বিচারের দাবিতে গাড়ি জ্বালাও-পোড়াও ও ভাংচুরের প্রতিবাদে ও শ্রমিক নেতা শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে মানব বন্ধন।

এ সময় দাবি আদায়ে ১৮ ডিসেম্বর সরকারের কাছে স্বারকলিপি দেওয়া হবে বলেও জানান তারা।

মানববন্ধনে সংগঠনের সভাপতি আব্দুল লতিফ নয়নের সভাপতিত্বে সংগঠনের অন্য নেতারা বক্তব্য রাখেন।

জেইউ/এএস